Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বাংলাদেশকে জ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ  বিনির্মাণে (রূপকল্প-২০২১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর টেকসই উন্নয়নের মাধ্যমে আইসিটি অবকাঠামো উন্নয়ন, ই-গভন্যান্স প্রতিষ্ঠায় সহায়তা, আইসিটি শিল্পের উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তররের বিরল উপজেলা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা উপজেলার সকল সরকারি দপ্তরসহ সর্বস্তরের জনগণকে বিভিন্ন ধরণের তথ্য ও প্রযু্ক্তি নির্ভর সেবা, পরামর্শ ও টেকন্যিকেল সাপোর্ট প্রদান করে যাচ্ছে। আইসিটি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮, ২০১৯, ২০২০, জাতীয় উন্নয়ন মেলা- ২০২০ আয়োজন করা হয়েছে। “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে বিরল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ম পর্যায়ে ৩টি, ২য় পর্যায়ে আরো ১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে শামসুদ্দীন গোলেজান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরল উপজেলায় নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর ১০০ জন যুবক ও যুব মহিলাদের বেসিক কম্পিউটার ও ৬০ জন আইটি আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিয়মিতভাবে উপজেলার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ পরিদর্শন করা হচ্ছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে  সরকারি কর্মকর্তা, কর্মচারীদের প্রায়  ৬০ জনকে  ই-নথি প্রশিক্ষণ এবং প্রায় ৫০ জনকে জাতীয় তথ্য বাতায়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।